পটুয়াখালীতে ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে এলএ (ল্যান্ড অ্যাকুইজিশন) চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলএ কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার মো. নাছিম রেজা, সিনিয়র সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরী, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাড. মো. জাকির হোসেনসহ এলএ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত চেকগ্রহণকারীরা।
এসময় জেলা প্রশাসক বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে নজর দিচ্ছি। পাশাপাশি দালাল চক্র যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে, সেজন্যও কঠোর নজরদারি রাখা হয়েছে।” এছাড়া আমার অফিসে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বদলী করা হয়েছে।


