১৪/০১/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝালকাঠির শিক্ষার্থীদের হাত ধরে সারাদেশে জলবায়ু অভিযাত্রা

ঝালকাঠি জেলা থেকে যাত্রা শুরু হওয়া ইকো অলিম্পিয়াড ইতোমধ্যে বরিশাল বিভাগের পাশাপাশি সারা দেশে জলবায়ু শিক্ষা বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

বিজ্ঞাপন

বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় আয়োজিত অলিম্পিয়াডের মাধ্যমে প্রায় ১০ হাজার শিক্ষার্থী জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও অভিযোজন সম্পর্কে বিস্তৃত ধারণা অর্জন করেছে।


অলিম্পিয়াডের আওতাভুক্ত প্রতিটি স্কুলে ৩০ জন শিক্ষার্থী এবং দুইজন শিক্ষক উপদেষ্টা নিয়ে গঠন করা হয়েছে ইয়ুথ ক্লাইমেট ক্লাব।এসব ক্লাব শিক্ষার্থীদের স্কুল পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বন্ধে সচেতনতা, সবুজায়ন এবং জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে উৎসাহিত করছে।


পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে বরিশাল পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বরিশাল বিভাগে ইকো অলিম্পিয়াড পরিচালিত হচ্ছে।আয়োজকরা জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে দেশের ৬৪ জেলাতেই ইকো অলিম্পিয়াডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, যা বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জলবায়ু শিক্ষাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী মো. সোহানুর রহমান বলেন—ইকো অলিম্পিয়াড আমাদের সবচেয়ে বড় শিক্ষামূলক বিনিয়োগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা একটি দেশ হিসেবে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। ইতোমধ্যে ইকো অলিম্পিয়াডের কার্যক্রম সিলেট, কুড়িগ্রাম, চট্টগ্রাম, ঢাকা,বান্দরবানসহ ৬৪ জেলায় শুরু হচ্ছে।


ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু নেতৃত্বে প্রস্তুত করতে হলে এখন থেকেই তাদের হাতে সঠিক শিক্ষা তুলে দিতে হবে। ইকো অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি একটি দীর্ঘমেয়াদি আন্দোলন, যা শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা এবং নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করছে। আমরা চাই দেশের ৬৪ টি জেলার প্রতিটি শিক্ষার্থী এই প্ল্যাটফর্মের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের ভূমিকা বুঝতে শিখুক।
ইকো অলিম্পিয়াডের এই দ্রুত বিস্তৃতি বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু শিক্ষা আন্দোলনে একটি নতুন যুগের সূচনা করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


পড়ুন- অসহায় নাগরিকদের পাশে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

দেখুন- প্রতি একশো টাকা ঋণের ৩৬ টাকাই খেলাপি! | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন