হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থায় আরও ৪৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনাটিতে এখনও ২৭৯ জন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।—খবর বিবিসি।
প্রায় ১৫ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কমপ্লেক্সের আটটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এলেও বাকি অংশ সম্পূর্ণ নেভাতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারাদিন লেগে যেতে পারে বলে জানিয়েছে দমকল বাহিনী। আগুন নেভাতে প্রায় ৮০০ জন জরুরি সেবাকর্মী অভিযান চালাচ্ছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা ভবনের বাইরে অগ্নি-প্রতিরোধক নয় এমন নেট, ঢাকনা ও জানালায় পলিস্টাইরিন (স্টাইরোফোম) বোর্ড পেয়েছেন, যা আগুন ছড়িয়ে পড়া ত্বরান্বিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলেছে, নির্মাণ কোম্পানির এসব কর্মকর্তা ‘মারাত্মক গাফিলতি’ করেছেন বলে তাদের প্রাথমিক ধারণা।
পড়ুন: শেখ হাসিনা–জয়–পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় আজ
আর/


