১৫/০১/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৪:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রামে ১০ টাকার হাসপাতালের উদ্বোধন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্রে ১০ টাকায় হাসপাতাল নামে খ্যাত জনস্বাস্থ্য ডায়াগনস্টিক এ সকল শ্রেণি পেশা মানুষের জন্য উদ্বোধন হলো সবার জন্য ১০ টাকায় স্বাস্থ্য চিকিৎসা সেবা।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক (যুগ্ন সচিব) মোঃ আবু জাফর ‎সবার জন্য ১০ টাকায় স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন।

‎উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহনুর জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।

‎অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম কুদরত ই খুদা বলেন, এই রকম স্বেচ্ছাসেবামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত ও গর্বিত মনে করছি। ১০ টাকার হাসপাতাল শুধু নাগেশ্বরীতে নয় কুড়িগ্রাম জেলাব্যাপী এমন কার্যক্রম পরিচালনা করে তার জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

‎জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, এতো সু্ন্দর কাজ এখানে এসে জানতে পেরে নিজেকে সত্যি গর্বিত মনে হচ্ছে। যে কোন সহযোগিতা আব্দুল কাদের সাহেবের জন্য সবসময় থাকবে।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আব্দুল কাদের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সফল করতে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এ রকম মহৎ উদ্যোগের পাশে তিনি সবসময় থাকতে চান। ১০ টাকার হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় অসাধারণ ভুমিকা রাখছে। আমার দপ্তরের সহোযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎কুড়িগ্রামে প্রতিবন্ধীদের পূর্ণবাসন ও সহযোগীতামুলক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন