রাঙামাটির লংগদু উপজেলায় একটি মালবাহী ট্রাক চাপায় বাই-সাইকেল আরোহী কিশোর মোহাম্মদ মাসুমের (১৪) মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর মাসুম উপজেলার বাইট্টাপাড়া এলাকার মুদিদোকানী হান্নান মিয়ার ছেলে। সে উপজেলার লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
লংগদু ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমান বাবু জানান, কিশোর মাসুম সন্ধ্যার পর সাইকেল নিয়ে বাড়ির সামনের সড়কে যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়ার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

