পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীর বদরপুর ইউনিয়নে একটি নির্বাচনী জনসমাবেশে পটুয়াখালী জেলা বিএনপিকে নিয়ে অসাংগঠনিক বক্তব্য দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি’র আয়োজনে পটুয়াখালী সদর রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বর্তমান কমিটি নির্বাচিত হয়ে দলের ভাইস চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা শুরু করেন। যার ফলে হাজার হাজার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। পটুয়াখালী ১ আসনে আলতাফ হোসেন চৌধুরী প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর জেলা বিএনপি জরুরি বৈঠক করে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
কিন্তু গত ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরী জেলা কমিটির সাথে দেখা করলেও নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোন আলাপ করেননি। জেলা বিএনপির নেতৃবৃন্দকে বাদ দিয়েই তিনি বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করেন। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এছাড়া গত ২৬ নভেম্বর বদরপুর ইউনিয়নে অনুষ্ঠিত জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে কটুক্তি করে জেলা কমিটি বাদ দেন, ওটা ফ্রিজ হয়ে গেছে, হিমাগারে চলে গেছে এমন বক্তব্য প্রদান করেন। যা দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। একজন প্রার্থীর পক্ষ থেকে নির্বাচিত কমিটিকে এইভাবে অবমূল্যায়ন করা সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামোর প্রতি স্পষ্ট অসম্মান। ব্যক্তিগত ক্ষোভ, ভুল তথ্য কিংবা দলের নির্বাচিত নেতৃত্বকে অপমান করে কাউকে ছোট করা বিএনপি সমর্থন করে না। পটুয়াখালী জেলা বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ, যেকোনো বিভ্রান্তিকর বা সংগঠনকে অবমূল্যায়নকারী বক্তব্য জেলা বিএনপি প্রত্যাখ্যান করে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাবেক সদস্য মোশতাক আহমেদ পিনু সহ জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : পটুয়াখালীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এলএ চেক বিতরণ


