বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে নোয়াখালীর ৬ দ্বীপ উপজেলা হাতিয়ায় এক বিশেষ মিল্লাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি আয়োজন করে হাতিয়া উপজেলা বিএনপি ও ছাত্রদল, যুবদল।
হাতিয়ার গণমানুষের নেতা, সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম-এর বাসভবনে বেগম জিয়ার রোগমুক্তি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মুক্তি কামনায় এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি, দেশের গণতন্ত্রের অবস্থা এবং হাতিয়ার চলমান ভোটের রাজনীতি নিয়ে গভীর আলোচনা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও হাতিয়া আসনে এমপি পদপ্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।
এছাড়াও আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম হাতিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম ,হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আলো , হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফিন আলী ,সাবেক ছাত্রদলের আহ্বায়ক উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ও এডভোকেট সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ।
আলোচনা সভায় এমপি পদপ্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব আবেগঘন কণ্ঠে বলেন গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁর দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। তাঁর সুস্থতা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য।
তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হাতিয়ার অভ্যন্তরীণ কোন্দল এবং মনোনয়ন নিয়ে অসন্তোষের বিষয়টি কঠোর ভাষায় তুলে ধরেন। তিনি বর্তমান ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমান শামীমকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়ে বলেন হাতিয়ার বিএনপি মানে- সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। এখানে তাঁর বলিষ্ঠ ও পরীক্ষিত নেতৃত্বে দল এগিয়ে গেছে। ধানের শীষ প্রতীক আমাদের হৃদয়ের একটা অংশ। এই প্রতীক এখানকার বাসিন্দাদের প্রাপ্য, এটা তাদের অধিকার।
তিনি আরও স্পষ্ট করে বলেন, “সুবর্ণ চরের বাসিন্দাকে হাতিয়ার মানুষ কখনোই মেনে নিবে না। এই দ্বীপের নেতৃত্ব এই দ্বীপের মানুষকেই দিতে হবে। এর মাধ্যমে তিনি বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়ার চেষ্টার তীব্র প্রতিবাদ জানান এবং স্থানীয় নেতৃত্বকে ধরে রাখার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি।
আলোচনা পর্ব শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং হাতিয়ার মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পড়ুন- পাবনা চাটমোহরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
দেখুন- কড়াইল অ/গ্নি/কা/ন্ডে ক্ষতিগ্রস্তরা দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে |


