১৫/০১/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে : গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে। রাষ্ট্রে যাতে মানুষে মানুষে বৈষম্য দূর হয়, নারী-পুরুষে বৈষম্য দূর হয়, হিন্দু-মুসলমানের বৈষম্য না থাকে এবং ধনী গরীবের বৈষম্য দূর হয়। এমন বৈষম্যহীন একটি রাষ্ট্র কাঠামো গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শ্রীনগরের রায় বাহাদুর শ্রীনাথ ইনিস্টিউট খেলার মাঠে মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশে এখন অপর একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে কি হবে দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে। তিনি বলেন আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই পালিয়ে গেছে। তাহলে বিএনপি লড়াই করবে কার সাথে। সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে।

তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বলেন, যদি দেশনেত্রী না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দিবে।

সমাবেশে আলী আজগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধনন্দন চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সিগঞ্জে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে তিন মনোনয়ন প্রত্যাশির এক মঞ্চে সমাবেশ ও বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন