লক্ষ্মীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে জেলা শহরের সদর হাসপাতাল প্রাঙ্গণে কর্মসূচি পালন করেন কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি ও সদর হাসপাতালের ফার্মাসিস্ট মো: জসিম উদ্দিন, জেলা মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন, মো: আতিকুর রহমান, রাসেল হোসেন।
এসময় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ হয়েও তারা বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষা ও যোগ্যতা অনুযায়ী ন্যায্য গ্রেড না পাওয়ায় পেশাগতভাবে তারা অবমূল্যায়িত হচ্ছেন।
তারা আরও বলেন, ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সব ক্যাডারের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত হলেও এখনও তা কার্যকর হয়নি। অবিলম্বে এই দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
কর্মবিরতি চলাকালে হাসপাতালের সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। বিশেষ করে পরীক্ষাগার, রক্তসংগ্রহ ও ওষুধ সরবরাহসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়। এতে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন।
ভোগান্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেবাগ্রহীতারা। তারা বলেন, “সরকারি হাসপাতাল তো গরিব মানুষের ভরসা। এখানে যদি সেবা না পাই, তাহলে কোথায় যাবো?” কেউ কেউ জানান, দিনের পর দিন সিরিয়াল কেটে এসে আজ পরীক্ষা করাতে এসেছেন, কিন্তু কর্মবিরতির কারণে ফিরে যেতে হচ্ছে।
সেবাগ্রহীতারা দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক সেবা চালুর দাবি জানান।
পড়ুন- সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জাকির হোসেন


