১৫/০১/২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে শহীদ মিনারে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ে যুবক আটক

বাউলদের ওপর হামলার বিচার দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে বাধা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশস্থলে এঘটনা ঘটে।

বিজ্ঞাপন


আটককৃত যুবকের নাম সানি ইসলাম (২২)। সে সাইদুল ইসলামের ছেলে এবং নারায়ণগঞ্জ সদও থানার উত্তর চাষাড়ার বাকীরুদ্দিন মিয়ার বাসার ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ।


এ ঘটনার পরপরই শহীদ মিনার এলাকা ঘিরে পুলিশ সদস্যরা অবস্থান নেন এবং ভাসমান হকারদের সরিয়ে দেয়া হয়। বিকেল সোয়া চারটার দিকে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী ও আশেকানদের আয়োজনে মাজারে হামলা ও বাউলদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ শুরু হয়। এতে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালাল প্রমুখ।


ওসি নাছির আহমদ বলেন, সংঘাতের আশঙ্কা থাকায় ফোর্স নিয়ে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা।
এছাড়াও র‌্যাব ১১ এর সদস্যদেরকে সমাবেশস্থলে নিরাপত্তার স্বার্থে অবস্থান নিতে দেখা যায়।

পড়ুন- কেন্দুয়ায় দ্বিতীয়বারের মতো চর্চার শত কবির মিলনমেলা

দেখুন- তারেক রহমানের প্রত্যাবর্তনে বড় বাধা নিরাপত্তা হু\ম\কি নাকি বড় শক্তি? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন