সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকালে আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর এলাকার বাধন কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, সহ-সভাপতি বাহার মিয়া, মো. হারুনুর রশিদ ভূঁইয়া, মো. জালাল উদ্দীন জালু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. এলাই মিয়া, উপজেলা যুবদলের সদস্যসচিব মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের সদস্যসচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন রাজু, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রামিন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান মোল্লাসহ অন্য নেতারা।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমাজ ও দেশের প্রতি তার যে অবদান রয়েছে, তা দলমত নির্বিশেষে সবাই স্বীকার করেন। আজকের দোয়া মাহফিলে সবার উপস্থিতি এ কথাই প্রমাণ করে। আমরা সবাই দোয়া করি— তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।”
এদিকে একই সময়ে উপজেলার পাঁচটি ইউনিয়নেও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি আটটি মাদ্রাসার এতিমখানায় জবাই করা হয় আটটি খাসি এবং তা এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
পড়ুন : আখাউড়ায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগে নাছির উদ্দিন হাজারী


