রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ইন্সট্রাক্টর (রসায়ন) মোঃ সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানবন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।এসময় শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করেন।
উল্লেখ্য- কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর মোঃ সালাহউদ্দিন শেখকে মাদারীপুরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বদলি করা হয়েছে। একই আদেশে অন্য এক শিক্ষককে তার স্থলে গোয়ালন্দে পোস্টিং দেওয়া হয়।
পড়ুন- কুড়িগ্রামে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দেখুন- দীর্ঘ অপেক্ষার পর শুরু হলো সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ


