তিন দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন তারা। এতে পরীক্ষার স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে নানামুখী সংকট।
সকালে পরীক্ষার ঘণ্টা বেজে উঠলেও অধিকাংশ বিদ্যালয়ের কক্ষে নেই সহকারী শিক্ষকরা। অফিস কক্ষে অবস্থান নিয়ে তারা পালন করছেন কর্মবিরতি। দাবি আদায়ে অনড় অবস্থান থেকে তারা কোনো পরীক্ষার দায়িত্বেই অংশ নিচ্ছেন না।
বিকল্প ব্যবস্থা হিসেবে পুরো পরীক্ষার দায়িত্ব এখন প্রধান শিক্ষক ও দপ্তরিদের ওপর। কোনো কোনো স্কুলে দপ্তরি না থাকায় একজন প্রধান শিক্ষককেই সামলাতে হচ্ছে খাতা ও প্রশ্ন বিতরণ, পরিদর্শন থেকে খাতা সংগ্রহ-সবই একাই।
অতিরিক্ত চাপ আর জনবল সংকটে প্রধান শিক্ষকরা পড়েছেন বিপাকে। তারা বলছেন, কর্তৃপক্ষের নির্দেশনায় একাই পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন।
সহকারী শিক্ষকরা বলছেন, সরকার তাদের দাবি মেনে না নিলে তারা ক্লাসরুমে ফিরবেন না।
চলমান কর্মবিরতির কারণে উদ্বেগে অভিভাবকরা।
পড়ুন- কুড়িগ্রামে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দেখুন- নীতিমালা সংস্কার না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী ব্যবসায়ীদের! |


