১৫/০১/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ১৮ বিজিবির ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন

পঞ্চগড়ে ১৮ ব্যাটালিয়ন এর বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী ৫০ বছর পূর্তিতে “সুবর্ণ জয়ন্তী” উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিজিবির আয়োজনে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর সৌজন্যে কেক কাটা হয়।পরে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জিপ্লাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও এর কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি, এছাড়াও অধিনায়ক, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সহ অন্যান্য অধিনায়কগণ এবং বেসামরিক প্রশাসনের পঞ্চগড় জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সামরিক ও বেসামরিক অন্যান্য কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে ১৮ বিজিবির পদাতিক লেঃকর্নেল পরিচালক ও অধিনায়ক আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান,পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাংগা এবং ছোটহরিণায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে গত ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখ হতে পঞ্চগড় এ দায়িত্বভার গ্রহণ করে।দায়িত্বভার গ্রহণের পর ১৩৫.৫৯১ কিঃ মিঃ দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ১৯টি বিওপি এবং ১টি আইসিপি এর দায়িত্ব পালন করে এবং চলতি বছরে ১৬ জন আসামীসহ এক কোটি ৭৯ লক্ষ টাকার অধিক চোরাচালানী মালামাল আটক করা হয়।

তিনি আরো জানান,সীমান্ত রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে।এছাড়াও ব্যাটালিয়নের বাংলাবান্ধা আইসিপিতে প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনা করে প্রতিপক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন। চলতি বছর রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ভলিবল প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

পড়ুন- আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার

দেখুন- পুতিনের ভয়ে ফ্রান্সের সামরিক প্রস্তুতি কেন? | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন