সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুর মহানগর জিয়া পরিষদের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় মহানগরীর রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সংগঠনের সভাপতি এডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট ড. শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, মোনায়েম জিলানী, এডভোকেট নাসির উদ্দিন নাসির,অধ্যাপক মনিরুজ্জামান, একাব্বর হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে জিয়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন- পটুয়াখালীতে ৩,৫৭০ কেজি জাটকা জব্দ, দুঃস্থদের মাঝে বিতরণ
দেখুন- যুক্তরাষ্ট্রে আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্তে স্থগিতাদেশ দীর্ঘ সময় চলবে: ট্রাম্প |


