বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে বিভিন্ন এতিম খানার কোমলমতি হাফেজদের নিয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস ফয়সাল আলিমের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি লোকমান হোসাইন। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার, জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন।
পড়ুন- মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব


