১৩/০১/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২৩:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এবার লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন

দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়নের জন্য লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করেই এই লটারি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

লটারিতে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়নকৃতদের নামের তালিকায় ‘প্রস্তাবিত’ লেখা রয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

পদায়নের মধ্যে—ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে, খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানার ওসিকে, ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬ ওসিকে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে এবং রংপুর রেঞ্জের ৮ জেলায় ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭ এবং মেট্রোপলিটন এলাকায় ১১০। সূত্রটি জানায়, মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে লটারি হবে না; সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন।

এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

পড়ুন: চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন