ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টে ছাত্র ও যুব সমাবেশ আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়। আগামীকাল বুধবার যুব ও ছাত্র সমাবেশ গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মলনে জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অনেকেই।
ফয়সাল কবির রানা বলেন, আগামী কাল বুধবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী কেন্দ্র সদস্য ও সাবেক গাইবান্ধা জেলা আমীর এবং ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান, ফুলছড়ি-সাঘাটা আসনের সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। উপস্থিতির সংখ্যা হবে প্রায় ১০ হাজার। শহরের বিভিন্ন ব্যস্ততম স্থানে সেচ্ছাসেবক হিসেবে নেতাকর্মীরা কাজ করবেন বলে জানান তিনি ।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পড়ুন- সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ: লক্ষ্মীপুরে এসপি আবু তারেক


