১৫/০১/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে ৩৪-তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

‎বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭-তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ।

‎এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজ সেবা অফিসার মুহঃ হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদ মাহফুজার রহমান টিউটর,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।

‎অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ বলেন, শারীরিকভাবে অসম্পূর্ণ ও অসংগতিসম্পন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করতে হবে। এবং তাদের কাজের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানাতে হবে।

‎তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা সমাজে বাধার সম্মুখীন হোন। প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে সমান সুবিধা নিশ্চিত করতে হবে। এবং জেলার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

‎অনুষ্ঠানের শেষের দিকে প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সফল প্রতিবন্ধী সহ বিভিন্ন ক্যাটাগরীতে ১২ জন প্রতিবন্ধীকে ক্রেস্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া ৫ জনকে পুরুষ্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন