কুড়িগ্রামে নানা আয়োজনে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে ।
জেলা প্রশাসন বিজয় স্তম্ভ চত্বর থেকে মুক্তিযোদ্ধা সংসদ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট শহিদ মিনার চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের করে
পরে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান,বীর প্রতীক আব্দুল হাই সরকার, মুক্তিযোদ্ধা মেজর ( অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার মোঃ আমিনুর রহমান,মোঃ আল হেলালসহ অনান্যরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমণে পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে গেলে কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়।
পড়ুন: শীতের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
দেখুন: ভারতের শীর্ষ ধনীর ছেলের চিড়িয়াখানা কাণ্ড
ইম/


