বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে চেম্বার মিলনায়তে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
এছাড়া চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ,সহ বিভিন্ন ব্যবসায়ী এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রাশেদুল হাসান রিন্টু বলেন, “সারা দেশের মানুষ এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার অপেক্ষায়। আমরাও আমাদের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”
খায়রুল কবির খোকন বলেন, “আমাদের নেত্রী কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তাই তিনি মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।” তিনি বেগম জিয়ার বিভিন্ন অবদান ও রাজনৈতিক জীবনের প্রাসঙ্গিক বিষয় নিয়েও আলোচনা করেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম মাজহারী।
পড়ুন- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল
দেখুন- শীতের আগমন ঘিরে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কম্বল কারিগরদের |


