খাগড়াছড়িতে তিন পার্বত্য জেলার খেলোয়াড়দের নিয়ে তিনদিন ব্যাপী শুরু হয়েছে আন্তঃ পার্বত্য জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫।
শনিবার সন্ধায় খাগড়াছড়ি স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এর সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।
তিনি বলেন, এই খেলার মাধ্যমে আমাদের তিন জেলার মানুষের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন তৈরি হবে। খেলার মাধ্যমে আমাদের নিজেদের মন বিকশিত হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।
খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে ও ব্যাডমিন্টন এসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টে পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশ নেয়। শনিবার থেকে শুরু হওয়া এই খেলা শেষ হবে আগামী সোমবার।
পড়ুন: কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি
দেখুন: মুরগী কিনেই টাকা শেষ
ইম/


