যশোরে প্রায় এক কোটি টাকা মুল্যের ৩টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ বিকাশ কুমার ঘোষ নামে একজন স্বর্ণ পাচারকারী কে গ্রেফতার করেছে ৪৯ বিজিবি।
আজ রবিবার ভোরে সদর উপজেলার দাইতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার প্যান্টের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩টি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত বিকাশ কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলা উপজেলার কাটদাহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি আভিযানিক দল আজ রবিবার ভোরে সদর উপজেলার যশোর-নড়াইল সড়কের দাইতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিকাশ কুমার ঘোষ কে গ্রেফতার করা হয় এসময় তার কাছ থেকে প্রায় এক কোটি টাকা মুল্যের তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
প্রাথমিক স্বীকারোক্তিজিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বিকাশ কুমার ঘোষ জানান, তিনি ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিলেন। সে যশোর রুট ব্যবহার করে এই স্বর্ণ ভারতে পাচার করতে স্বর্ণ গুলা এনেছিলো।
৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরো বলেন পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান চলমান থাকবে।
গ্রেফতারকৃত বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে স্বর্ণ চোরা চালান মামলায় যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- মাগুরা মুক্ত দিবসে আলোচনা সভা, র্যালি, দোয়া অনুষ্ঠিত
দেখুন- শীতের পোশাকে ছেয়েছে চট্টগ্রামের বাজার, শুরু হয়েছে বিকিকিনি


