বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে ফলোঅনের সংঙ্কায় পড়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে ১৭৭ রান করতে হবে। সাকিব-লিটন আশা জাগালেও তা পূরণ করতে পারেননি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১২ রান। ফলোঅন এড়াতে বাংলাদেশ এখনও ৬৫রান করতে হবে। হাসান মাহমুদ ৯ রান করে আউট হলে মেহেদী হাসান মিরাজ ১২ রানে অপরাজিত রয়েছেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুমরাহকে দেখেশুনে খেলছিলেন সাদমান। কিন্তু ওভারের শেষ বলটি অব স্ট্যাম্পকে লক্ষ্য করে ছোড়েন বুমরাহ। আর বলটি ছেড়ে দেওয়ায় বোল্ড হন এই টাইগার ওপেনার। এরপর জাকিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন নাজমুল হাসান শান্ত।
তবে ইনিংস বড় করতে পারেননি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের হাতে বল তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। ওভারের প্রথম দুই বলে জাকির এবং মুমিনুলকে বোল্ড আউট করে রোহিতের ভরসার প্রতিদান দেন এই ডানহাতি পেসার। ২৬ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতে যায় বাংলাদেশ।