জয়পুরহাটের আক্কেলপুরের গোপিনাথপুরে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বিদ্যুৎ সংযোগ অবিলম্বে পুনঃস্থাপনসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. আব্দুল কুদ্দুস মণ্ডলের ব্যক্তিগত চেম্বারে গিয়ে এ স্মারকলিপি জমা দেন তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
১. অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন। ২. দুই দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহণ।৩. ভবিষ্যতে এমন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত ২৩ নভেম্বর ২০২৫ থেকে ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন তারা। ক্লাসরুম, ল্যাবরেটরি ও লাইব্রেরিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামনে পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা পাঠ প্রস্তুতিও নিতে পারছেন না, যা ভবিষ্যতে ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ না থাকায় আইএইচটির শিক্ষা পরিবেশ নষ্ট হয়ে পড়েছে এবং স্বাভাবিক পাঠ গ্রহণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) জয়পুরহাটের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মেজবাহুল ইসলাম, সাবিত হোসাইন, আসাদুজ্জামান রিপন, জয় রায়, সিহাব হোসেন, তৌফিক হোসেন এবং ল্যাবরেটরি বিভাগের শিক্ষার্থী রাতুল হাসান, রাকিব মিয়া, লিমন আহম্মেদ প্রমুখ।
পড়ুন- শিবগঞ্জে যুবক নয়নকে কুপিয়ে হত্যা, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার


