নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে ।
৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়ায় রূপগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে বিক্ষুব্দরা যুবলীগ ক্যাডারদের হামলার বিচার এবং আলমগীর মোল্লা ও শঙ্কর আলী মোল্লা গংদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাছুম বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন শাকিল ভূঁইয়া, সদস্য সচিব আকিব হাসান, কলেজ শাখা সভাপতি আলামিন ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক কামরুল হাসান পাপ্পু।
এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রাহিম ভূইয়া রাসেল সহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সকল ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সহ আরও অনেকেই।
বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।


