১৫/০১/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নানা আয়োজনে এদিবস পালিত হয়।

বিজ্ঞাপন

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক শাহীন মিয়ার সঞ্চালনায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম এর সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসান।

অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে, সফল জননী নারী হিসেবে মনোয়ারা বেগম, অদম্য নারী হিসেবে হাফসা খাতুন এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অদম্য নারী হিসেবে শামছুন্নাহার বেগমকে সম্মাননা প্রদান করা হয়।

পড়ুন- মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

দেখুন- নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন