23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

পণ্য আমদানি কমেছে, বেড়েছে ব্যয়

চলতি অর্থবছরের (২০২৪-২৫) শুরুতে পণ্য আমদানি কমে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য আমদানির পরিমাণ কমে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের আমদানির পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

পণ্য আমদানির এলসি খোলার বিভিন্ন দেশ থেকে পণ্য আনতে ভিন্ন ভিন্ন সময় লাগে। ১৫ দিন থেকে দুই মাসের মতো সময় লাগে দেশভেদে। ভারতসহ থেকে পণ্য আমদানিতে সবচেয়ে কম সময় লাগে। ভারতের বাইরে অন্য দেশ থেকে পণ্য আমদানির এলসি খোলার পর ৩০ থেকে ৬০ দিন সময় লাগে।

এনবিআরের এক পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবছরের প্রথম দুই মাসে পণ্য আমদানি হয়েছিল ২ কোটি ১১ লাখ টন। সেখানে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়ায় ১ কোটি ৯৮ লাখ টনে।

আবার অন্যদিকে আমদানি কমলেও আমদানি খরচ বেড়েছে। গত অর্থবছরে যেসব পণ্য আমদানি হয়েছিলো তাতে ব্যয় হয় ১ হাজার ১৯৯ কোটি মার্কিন ডলার। চলতি অর্থবছরে একই সময় এই খরচ বেড়ে ১ হাজার ২২৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ আমদানিতে ব্যয় বেড়েছে ২ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে রপ্তানিমুখী শিল্পের কাঁচামালের আমদানি বেড়েছে। গত বছরের জুলাই-আগস্টে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি হয় সাড়ে ৮ লাখ টন। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৯ লাড়িয়েছ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন