ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসানের দাড়িপাল্লার সমর্থনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কাউতলি মোড় থেকে মিছিলটি শুরু হয়।
উক্ত মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া-৩ ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো: জুনায়েদ হাসানের নেতৃত্ব দেন।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহা. আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা শিক্ষা ও সাহিত্য সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি, সমাজ সেবা সম্পাদক মাওলানা আবুল বাশার ভুইয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ রোকন উদ্দিন ও
এন,ডি,এফের জেলা সভাপতি ডা. এম,এ হানিফ।
মিছিলে সভাপতিত্ব করেন জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা খুরশিদুল আলম।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা আমির মাওলানা ইয়াসিন মিয়া। ব্রাহ্মণবাড়িয়া পৌর জামায়াতের আমির মাস্টার শাখাওয়াত হোসাইন, বিজয়নগর উপজেলা জামায়াতের আমির, মাওলানা আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি, মাইনুদ্দিন মামুন, পৌর শাখা জামায়াতের সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদ প্রমুখ
প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে লোকনাথ দীঘির পাড় পৌর মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এম,পি প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসানের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
অধ্যাপক মো: জুনায়েদ হাসান তার বক্তৃতায় বলেন আমাকে যদি জনগণ নির্বাচিত করেন তাহলে আমি দূর্ণীতি, চাদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আমি নির্বচিত হলে অত্র আসনে জনগণের সরকারী সেবা নিতে কোনো প্রকার হয়রানী পোহাতে হবেনা ইনশাআল্লাহ।
পড়ুন- পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
দেখুন- রাশিয়ার বড় জয় |


