জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মূখ্য সমন্বয়ক ও এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকারসহ হাতিয়াতে যে যত রাজনৈতিক দলই থাকুক না কেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলেই দ্বীপ হাতিয়াকে বাঁচানো সম্ভব।”
নোয়াখালী-৬ হাতিয়া আসনের আফাজিয়া বাজারে আয়োজন করা এক পথসভায় তিনি এ আহ্বান জানান। দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমর্থকরা আফাজিয়া ঘাটে সমবেত হন। সভাস্থলজুড়ে উৎসুক জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়।
পথসভায় হান্নান মাসউদ বলেন, হাতিয়ার মানুষ যদি নিজেদের মধ্যে সংঘাতে জড়ায়, তাহলে এই দ্বীপের উন্নয়ন ও মুক্তি কখনোই সম্ভব নয়। ভূমিদস্যু, জলদস্যু, নদীভাঙন—এসব সমস্যা মোকাবিলায় রাজনৈতিক বিভাজন নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
তিনি আরও বলেন, আমি এখানে কোনো নির্বাচনী প্রচারণা করতে আসিনি। যদিও দল আমাকে মনোনয়ন দিয়ে শাপলাকলি প্রতীক দিয়েছে, তারপরও হাতিয়ার মানুষের মতই চূড়ান্ত সিদ্ধান্ত। তারা চাইলে আমি নির্বাচনে অংশ নেব, না চাইলে নেব না।
এনসিপির এ নেতা বলেন, হাতিয়ার উন্নয়নই এখন প্রধান বিষয়। কোনো দলের বিরুদ্ধে কথা বলার সময় নয়। সবাইকে নিয়ে আমরা একটি নতুন উন্নত হাতিয়া গড়তে চাই।
তিনি জানান, দ্বীপের মানুষের নিরাপত্তা, নদী ভাঙন প্রতিরোধ যোগাযোগব্যবস্থা ও জীবিকার সুযোগ বৃদ্ধ এসবই হচ্ছে তাদের মূলঅগ্রাধিকার।নেতাকর্মীদের উপস্থিতি
পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা হাতিয়ার সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে শান্তি ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
পড়ুন: ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট
আর/


