কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে আশিকুর রহমান(২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে থানাপাড়া পাঁচবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আশিকুর রহমান খোকসা চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ডিউটি শেষে থানার পাশেই ভাড়া বাসায় ফিরছিলেন ওই নারী পুলিশ কনস্টেবল। এ সময় হঠাৎ আশিকুর তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সন্ধ্যায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে থানায় ডিউটি শেষ করে পাশেই ভাড়া বাসাতে ফিরছিলেন এক নারী কনস্টেবল। রাস্তায় আশিকুর নামে এক যুবক ওই নারী কনস্টেবলের হাতে থাকা মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে যুবকটিকে ধরে ফেলে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মোতালেব হোসেন বলেন, থানার পাশেই ভুক্তভোগী নারী কনস্টেবলের বাসা। ডিউটি শেষে ফেরার পথে তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

