গাজীপুর মহানগরে বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মন্ডল গার্মেন্টসের প্রায় তিন হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন।
শ্রমিকদের ভাষ্যমতে, হাজিরা বোনাস ছাড়া শুধু বেতনের টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।
শিল্প পুলিশ জানায়, বাঘের বাজার এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত কিছু জায়গায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট তৈরি হয়েছে।
বিক্ষোভের কারনে মহাসড়কে ব্যাপক যানজটের তৈরি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।