ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন,জুলাইয়ের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। তারা হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। এরআগে মাগরিবের নামাজের পর সরকারি কলেজ জামে মসজিদে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
পড়ুন- ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন


