তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সকল মনোনীত প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নের অংশ হিসেবে শেরপুর সদর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
আজ ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে সরকারি তফসিল অনুযায়ী তার এলাকা চৈতনখেলা বটতলা, তাতালপুর, বাজিতখিলা বাজার থেকে পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।
কার্যক্রম শুরুর দিকে নিজ নামে ছাপানো পোস্টারগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেন হাফেজ রাশেদুল ইসলাম। তিনি তার কর্মী–সমর্থকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী নিজ দায়িত্বে অপসারণ করার জন্য দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন পাকুরিয়া ইউনিয়নের আমীর মাওলানা মোঃ মনসুর আলী, ইউনিয়নের সহকারী সেক্রেটারী ওমর ফারুকসহ স্থানীয় জামাত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
এসময় শেরপুর ১ আসনের জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও স্বচ্ছতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনী প্রচারের–পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা আইনগত বাধ্যবাধকতা, তাই আমরা তা যথাসময়ে বাস্তবায়ন করছি।
সে সময় স্থানীয় জনগণ এবং ভোটারবৃন্দ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
পড়ুন : শেরপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, আটক-১


