ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হামিদ ভূইয়া ওরফে হানিফ (৪৮)। তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
আখাউড়া থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার নিলাখাদ এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হানিফ নিলাখাদ গ্রামের মৃত জারু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আখাউড়া থানায় দায়েরকৃত একটি মামলার তদন্ত কার্যক্রমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত মামলায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫/৬ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম যুবলীগ নেতা গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন- ওসমান হাদীর ওপর হামলার বিচারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ


