পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বোদা উপজেলার তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, ১৮ টি স্কুলের এক হাজার ৮০৫ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এ শীত সৌসুমে জেলায় ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র উপহারের অংশ হিসেবে প্রথম পর্যায়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ, রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর।
অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পরিচালক মোহাম্মদ মঞ্জু মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন,বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী,
প্রতিষ্ঠাতা শিশুস্বর্গ ফাউন্ডেশনের কবীর আহমেদ আকন্দ,তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডিএম জবায়দুল রহমান বিপ্লব প্রমূখ।
শিশুস্বর্গের শীত আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন, মাদ্রাসা, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ও অবিভাবকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত শিশুস্বর্গ নামের এ সংগঠনটি।


