১৫/০১/২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,বিশৃঙ্খলা ঠেকানো,চোরাচালানবন্ধে সহ উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।এছাড়া সদরে সার্বক্ষণিক দায়িত্ব পালনে অতিরিক্ত প্লাটুন ১ বিজিবি মাঠে কাজ করছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।

‎শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

‎বিজিবি জানায়,গতকাল ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সকল ধরনের নাশকতা নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল/চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

‎এছাড়া দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে না পারে এবং কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে লক্ষ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি কঠোরভাবে বৃদ্ধি করা হয়েছে।


‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,সীমান্তে অতন্ত্র প্রহরী হয়ে কাজ করছে বিজিবি।বিশেষ করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১xপ্লাটুন বিজিবি সদস্য কুড়িগ্রাম জেলায় মোতায়েনরত রয়েছে এবং জরুরী মূহুর্তে স্বল্প সময়ের ব্যবধানে যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন সদরে ১ x প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন- মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন