ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যার ওপর গুলির ঘটনার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এসময় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া মিছিলে উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এই হামলাকে কেন্দ্র করে একটি দল রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
পড়ুন- ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
দেখুন- এরপরের বু/লে/ট আপনার জন্য অপেক্ষা করছে: মাহমুদুর রহমান |


