ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর শেরপুর সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। শুক্রবার রাত থেকে সীমান্তের গুরুত্বপূর্ণস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান ও কড়া নজরদারি চালাচ্ছেন তারা।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাসহ ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট এলাকার ৭৬কিলোমিটার সীমান্তের বিভিন্ন সড়কে বিজিবির কঠোর তল্লাশি ও টহল কার্যক্রম চলছে। পলাতক কোন আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। একইসাথে দেশের অভ্যন্তরে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতেই এমন কড়া নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত টহলের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ টহল মোতায়েন করা হয়েছে, যাতে সীমান্তে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এছাড়া বিশেষ গুরুত্বপূর্ণস্থানে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালাচ্ছে বিজিবি।
পড়ুন : শেরপুরে জামায়াত প্রার্থী নিজ দায়িত্বে পোস্টার, ব্যানার অপসারণ করলেন


