নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনকারী একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোবারক হোসেন।
তিনি বলেন, আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়।
নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নরসিংদী, রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ বাজার সংলগ্ন বটতলা এলাকায় জননী মেডিকেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে ১২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: নরসিংদী জেলার রায়পুরা থানার বটিবন্দ পূর্বপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে সামির মিয়া (৪৩), বেলাব উপজেলার আমলাব পশ্চিমপাড়া গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত সবুজ মিয়ার স্ত্রী রিমা বেগম (৩০)।
তারা একটি চক্রের সদস্য হয়ে মাদক সরবরাহসহ কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে জেলা পুলিশ। এ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে রায়পুরা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন: ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: সিইসি
আর/


