সম্প্রতি সুদানে শান্তি রক্ষী বাহিনীর উপর হামলায় আহত সেনা সদস্য দিনাজপুরের মুস্তাকিম হোসেনের পরিবারের দিন কাটছে চরম আতঙ্কে। সন্তানের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় পরিবার।
আহত সেনার সদস্য মোস্তাকিম হোসেনের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বুজরুক বাইলশিরা গ্রামে।
এই গ্রামের কৃষক এনামুল হক এবং সাহারা বেগমের তার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মুস্তাকিম হোসেন।
আজ সোমবার বেলা বারোটায় মুস্তাকিমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাবা-মা উৎকন্ঠায় রয়েছেন।
সন্তানের বিষয়ে জানতে চাইলে বাবা এনামুল হক হাউ মাউ করে কেঁদে ওঠেন।
কান্না জড়িত কন্ঠে তিনি জানান, ১৫ বছর আগে মুস্তাকিম হোসেন সেনাবাহিনীতে যোগ দেন। গত দেড় মাস আগে তিনি শান্তিবাহিনীতে সুদানে যান। গত রোববার রাতে সন্তানের আহত হওয়ার খবর পান।
এরপর থেকেই দুশ্চিন্তায় আতঙ্কে কাটছে তাদের দিন। এখন পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের কেউ তাদের বাসায় আসেনি।
দ্রুতই সুস্থ হয়ে সন্তান ফিরে আসার কামনা মুস্তাকিম এর বাবা-মায়ের।
পড়ুন- ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
দেখুন- চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় উত্তেজনা, আতঙ্কিত সাধারণ মানুষ |


