মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামি বাংলাদেশ এক বর্ণাঢ্য র্যালী’র আয়োজন করেছে।র্যালীতে বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জামায়াতে ইসলামি বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা অফিস থেকে র্যালীটি বের হয়ে পৌর শহরের শাপলা চত্বর,বিজয় স্তম্ভ, দোয়েল চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম ২ আসন এর নমিনি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারসহ অনান্য নেতৃবৃন্দ।
শহীদী আত্মার শান্তি কামনা করে বক্তারা বলেন, বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে করতে আমাদের এই কর্মসূচি।
পড়ুন- মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ
দেখুন- ‘রাষ্ট্রপতি হোয়াটসঅ্যাাপে সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রদ্রোহীতার কাজ করেছে’


