মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা সভাপতি আবু তাহের এম তানভীর’ নেতৃত্বে জেলা সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় শহরের আজাদী ময়দানে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
পরে র্যালিটি শ্রীপুরসহ শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সেখানে বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর এবং রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী এ্যাড:ভোকেট নুরুল ইসলাম,রাজবাড়ী জামায়াতে ইসলামী সেক্রেটারি মো: আলিমুজ্জামান, সাবেক জেলা সভাপতি মো: ফেরদৌসুর রহমান প্রমুখ।
পড়ুন- কুড়িগ্রামে জামায়াতে ইসলামি বাংলাদেশ’র বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
দেখুন- দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন


