নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন সৈয়দ মো. আমিরুল হক, মুক্তিযোদ্ধাগণ, নরসিংদী প্রেস ক্লাব, সুজন-সুশাসনের জন্য নাগরিকসহ সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
পরে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে মুসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও পায়ড়া উড়িয়ে করেন প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার অন্যান্যরা।
এ সময় ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ তাহমিদ ও মুগ্ধের “পানি লাগবে” প্ল্যাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা চিত্র তুলে ধরা সহ ১৯৭১-এর মুক্তিযুদ্ধের স্মরণে বিভিন্ন সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা।
বিজয়ের এ অনুষ্ঠানে নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে ভাষণ দেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্র সংস্কারের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পৌঁছে যাবে শতাব্দীর নতুন অঙ্গনে, যেখানে সকল ধরনের বৈষম্য ও অনাচার থেকে মুক্ত হয়ে একটি সংস্কারমুখী বাংলাদেশ গড়ে উঠবে।
পড়ুন- মুক্তিযুদ্ধ নিয়ে কল্পকাহিনী ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা: মুফতি আমির হামজা
দেখুন- শোকে স্তব্ধ কুড়িগ্রামের নি/হ/ত দুই সেনা সদস্যের পরিবার


