মহান বিজয় দিবস উপলক্ষে নলছিটি ছাত্রদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়েছে। শহরের চায়নামাঠ চত্ত্বরে নলছিটি উপজেলা ছাত্রদল দিনব্যাপী এ চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু,উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি তৌহিদ আলম মান্না। এ সময় ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা.গোলাম মুহাম্মদ সিদ্দিকী।
নলছিটি উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো.সুজন খান বলেন, নলছিটি উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় সেবা ক্লিনিক ও লাইফ কেয়ার ক্লিনিকের যৌথ সহযোগীতায় এ ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।বিজয়ের দিনে ছাত্রদলের এ ধরনের ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। চিকিৎসা নিতে আসা রোগীরা নলছিটি ছাত্রদল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পড়ুন- নানা আয়োজনে মুন্সীগঞ্জে বিজয় দিবস পালিত
দেখুন- একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম


