দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠায় ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। কিশোরগঞ্জে বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি যোগ দেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলেনে শহীদ ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা জানিয়ে পাশে থাকতে কিশোরগঞ্জ বিএনপির আয়োজনে এই গণ সমাবেশ। সকাল থেকে দুপুর না গড়াতেই কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠ কানায় কানায় পূর্ণ।
সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সারাদেশের মানুষ প্রত্যাশা করছে, বিএনপি সরকার গঠন করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়বে।
তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার জনগণের অর্থ পাচার করেছে। বিএনপি সাধারণ মানুষকে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদির উপর প্রতিষ্ঠা করতে চায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তিও আনতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।