১৪/০১/২০২৬, ২০:৩২ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ২০:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝালকাঠি পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

সাইফুল ইসলামঃ ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে শহরের পুলিশ লাইন এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছাসার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা ও জোপঝাড় পরিষ্কার করেন। এ কাজে সহযোগিতা করেন ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

একযোগে শহরের ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন: নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন