24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার, আসতে পারে ভারত প্রসঙ্গও

ড. ইউনূস-বাইডেন বৈঠক আজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় (নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টা) অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দুই রাষ্ট্রের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনাই বেশি। একটি সূত্র জানায়, ভারত প্রসঙ্গও আলোচনায় আসার সম্ভাবনা আছে।

উল্লেখ্য গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে তবে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি।

নিউইয়র্ক থেকে একটি সূত্র জানায়, জো বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হতে পারে ৩০ মিনিটের মতো। শীর্ষ নেতাদের আলোচনায় দুই পক্ষের অন্য সদস্যরা যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস স্থানীয় সময় গতকাল সোমবার রাতে নিউইয়র্কে পৌঁছেছেন।

জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল সোমবার বিকেলে জানান, সামগ্রিকভাবে দুই দেশের সহযোগিতা কিভাবে জোরদার করা যায়, তা নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের উদ্যোগ এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পাবে। সমকালীন প্রেক্ষাপটে মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি আলোচনায় আসতে পারে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইউনূস-বাইডেন বৈঠকে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গটি দুই শীর্ষ নেতার আলোচনায় আসতেও পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন