দক্ষতা নিয়ে যাবো বিদেশ,রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক অভিবাসী দিবস, জাতীয় প্রবাসী দিবস ও জব ফেয়ার-২০২৫ এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি রাজবাড়ীর বাস্তবায়নে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে একটি র্যালি রাজবাড়ী জেলা স্কুল থেকে বের হয়ে পৌরশহরের রেলগেট হয়ে র্যালিটি যথাস্থানে এসে শেষ হয়। র্যালি শেষে পরে জেলা স্কুলের তৃতীয়তলার হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ- উল -হাসানের সভাপতিত্বে-আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিশেষ অতিথি ছিলেন- রাজবাড়ীর পুলিশ সুপার সদর সার্কেল, মো: শাহিদুল ইসলাম,রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: আরিফ হোসেন তালুকদার,সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার সোহেল সেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে
প্রধান অতিথি ও রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জেলা স্কুল মাঠের জবফেয়ারের বিভিন্ন স্টল ঘুরে দেখেনএবং কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পড়ুন- কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


