উত্তরা পশ্চিম থানা পুলিশের সাড়াশি অভিযানে ১৮ ডিসেম্বর রাতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশের বিশেষ অভিযানে পশ্চিম থানা এলাকা হতে নিয়মিত মামলায় ৪ জন, ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি চাকু ও ১টি লোহার রড, ৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫ পুড়িয়া হেরোইন ও ৩ পুড়িয়া গাঁজা, ১টি বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-১৪৮১ উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, ডাকাতি প্রস্তুতি মামলায় ৩ জন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১ জন ও ডিএমপি ১৬ জনকে আটক করা হয়েছে।
ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ নাঈম (৩২), মোঃ মিন্টু মিয়া (৩০), মোঃ আল আমিন (২২)।
সন্ত্রাস বিরোধী আইন মামলায় গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ জান্নাতুল ফেরদৌস সাব্বির (২৬)।
ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ দিদারুল আলম (৩০), মোঃ রুবেল শেখ (২৮), সৌরভ পাল (২৮), মোঃ হামীম (২৪), নাজমুল হোসেন (২৬), মোঃ আল আমিন ( (৩২), মোঃ রায়হান (২১), মোঃ জুয়েল ইসলাম (২৪), মোঃ হক মিয়া (২৯), মোঃ ফারুক মিয়া (২৫), মোঃ আলম হোসেন (৪০), মোঃ হাবিব (৪৫), আরিফুল ইসলাম (২৪), রক্তিম (৩০), মোঃ রুবেল মিয়া (৩৮), মোঃ জহির মিয়া (৩০)সহ মোট ২০ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

